হাবড়া হাসপাতালে করোনা আক্রান্ত ডাক্তার ও নার্স

অবতক খবর,৯ জানুয়ারি: হাবড়া হাসপাতালে করোনা আক্রান্ত ডাক্তার ও নার্স , হাবড়া পৌর সভার তরফ থেকে জীবাণুমুক্ত করা হল হাবড়া হাসপাতাল চত্বর ।

হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । আক্রান্তের তালিকায় প্রথম দিকেই রয়েছে উত্তর ২৪ পরগনার নাম । উত্তর ২৪ পরগনার হাবড়াতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ।তাই আগেভাগেই ব্যবস্থা নিল হাবড়া পুরসভা ও হাসপাতাল কর্তৃপক্ষ । সম্প্রতি হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে করোনার চিকিৎসার জন্য ৮০টি বেড রাখা হয়েছে । পাশাপাশি সাধারণ রোগের চিকিৎসাও চলছে সমানভাবে ।

রবিবাসরীয় দুপুরে দেখা গেল হাবড়া পুরসভার স্বাস্থ্য বিভাগের তরফে হাবড়া হাসপাতাল চত্বরে জীবাণুমুক্ত স্প্রে করার কাজ করতে । হাবড়া প্রশাসক বোর্ডের সদস্য তথা স্বাস্থ্য আধিকারিক তারকনাথ দাস আমাদের জানায় সাধারণ মানুষের জন্য হাবড়া পুরসভা করোনার শুরু থেকে বিভিন্ন কাজ করছে । এই অভিযান করণা শেষ না হওয়া পর্যন্ত লাগাতার চলবে ।