অবতক খবর,২৪ অক্টোবর: দীর্ঘ দেড় মাসের ওপর জলবন্দী হাবড়ার বেশ কয়েকটি ওয়ার্ড। এই জলবন্দী অবস্থায় কোন উৎসব পালন করতেই পারেন নি এই এলাকার বাসিন্দারা। এই জল না বেরোনোর কারণ হিসেবে হাবড়ার বেশ কয়েকটি এলাকায় গড়ে ওঠা বেআইনি নির্মান বন্ধ করে দেওয়ার ঘোষণা করলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

রবিবার হাবড়ার জলমগ্ন এলাকার পরিদর্শনে আসেন হাবড়ার বিধায়ক তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।দেড় মাসেরও বেশি সময় ধরে জলমগ্ন হাবড়ার ৭,৮ ও ১৫ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা। আপাতত ১৫টি পাম্পের সহযোগিতায় জল সরানোর কাজ চলছে। পদ্মা খাল দখল করে অবৈধ নির্মাণের কারণে জল যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে বলে জানান জ্যোতিপ্রিয়। এরকমই ১২টি জায়গায় অবৈধ নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান জ্যোতিপ্রিয় মল্লিক।