অবতক খবর,৯ এপ্রিলঃ আমরাই খবর দেখিয়েছিলাম শুক্রবার রাতে হাবরা আটুলিয়া এলাকা থেকে এক ব্যাক্তির বাড়ি এবং রান্না ঘরের উনুনের পাশ থেকে উদ্ধার হয় প্রায় তিন হাজার আঁধার,ভোটার ও রেশন কার্ড।শুক্রবার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য বছর ৪৫ এর গৌরাঙ্গ সেনকে আটক করে নিয়ে আসা হয় হাবড়া থানায়।

শনিবার দিনভর গৌরাঙ্গ সেনকে পুলিশি জিজ্ঞাসাবাদের পরে তিনি বলেন দক্ষিণ ২৪ পরগনার তিলজলা থানার তিলজলা পোস্ট অফিসের একজন অস্থায়ী কর্মী।পাশাপাশি তিনি পুলিশি জেরায় স্বীকার করেন ২০১৬ সাল থেকে তিলজলা পোস্ট অফিস এলাকার সাধারণ মানুষের অরিজিনাল ২৭১৭ টি আধার কার্ড, ১০৯ টি ডিজিটাল রেশন কার্ড ও ১৯ টি ভোটার কার্ড যা কিনা উপভোক্তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা ছিল কিন্তু তিনি সেটা না করে হাবরায় নিজের বাড়িতেই মজুত করে রেখেছিলেন।সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ নথি তাদের হাতে না পৌঁছে নিজের বাড়িতে অবৈধ ভাবে মজুত করে রাখার অপরাধে হাবড়া থানার পক্ষ থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত গৌরাঙ্গ সেনকে।হাবড়া থানার পক্ষ থেকে খবর দেওয়া হয় তিলজলা পোস্ট অফিসে সেই মতন শনিবার তিলজলা পোস্ট অফিসের সাব পোস্ট মাস্টার অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগে দায়ের করেন হাবড়া থানায়।

রবিবার এ নিয়ে হাবড়া থানায় অভিযুক্ত গৌরাঙ্গ সেনকে পাশে রেখে সাংবাদিক বৈঠক করেন হাবড়া পুলিশ মহাকুমার এসডিপিও রোহেত শেখ।ঠিক কি কারণে নিজের বাড়িতে অবৈধ ভাবে এতগুলো ভোটার কার্ড – আধার কার্ড এবং রেশন কার্ড মজুদ করে রেখেছিলেন।কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই কার্ড মজুদ করেছিল কিনা বা এই কাজের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা সব বিষয়ে খতিয়ে দেখার জন্য হাবড়া থানার পুলিশ অভিযুক্ত গৌরাঙ্গ সেনকে পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে রবিবার বারাসত আদালতে পেশ করেন।