অবতক খবর,২৮ অক্টোবর: হাতে আর কয়েকদিন তার পরেই হিন্দি ভাষি মানুষেরা ছট পূজায় মেতে উঠবেন।এই পূজা হিন্দি ভার্ষি মানুষদের হয়ে থাকলেও এখোন সব জাতীর লোকেরা নিষ্ঠা সহ কারেই ছট পূজা করে তগাকে।যাতে ছট পূজা উদ্যোক্তাদের যাতে কোন প্রকার সমস্যা না হয় সেই কারণে রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে স্থানীয় প্রশাসনকে।

সেই মতাবেক উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা শাসক সপ্তর্ষি নাগের উপস্থিতিতে ইসলামপুরের বিবেকানন্দো সভাগৃহে ইসলামপুরের সমস্ত ছট পূজা কমেটি গুলিকে নিয়ে বৈঠক করেন। মহকুমা শাসক সপ্তর্ষি নাগ ছাড়াও উপস্থিত ছিলেন ইসলামপুর পুরসভার মহকুমা শাসক মানিক দত্ত সহ অন্যান আধিকারিকে।ছট পূজা ব্রত চারিদের যাতে কোন সমস্যা না হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করা হবে।মূখ্যমন্ত্রীর নির্দেশে এবার প্রথম প্রশাসনের পক্ষ থেকে যেভাবে ছট পূজা ব্রত চারিদের পাশে এসে দাঁড়িয়ে তাতে খুশি ছট পূজা ব্রত চারিরা।