অবতক খবর,২২ নভেম্বর,কোচবিহার: শীতের আমেজ নামতেই ওরাও পারি জমায়,উত্তরবঙ্গে। অনেকটা পরিযায়ী পাখির মতো l প্রত্যেক বৎসর নিয়ম করে,বিভিন্ন হাটে বাজারে ঘুরে! হাতুড়ি, কুড়োল, সাবল বিক্রি করে সংসার চালাচ্ছেন, মধ্যপ্রদেশের সিং পরিবার । কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের রানীরহাট, জামালদহ, ধাপড়া, কুচিলিবাড়ি,সহ মেখলিগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গায় ইস্পাত অথবা লোহার তৈরী,সাবল, হাতুড়ি, কুড়োল, বিক্রি করে সংসার চালাচ্ছেন, মধ্যপ্রদেশের নরেশ সিং এর পরিবার । কারণ ঠান্ডা নামলেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এই সমস্ত জিনিসের প্রতি সাধারণ মানুষের চাহিদা বৃদ্ধি পায়।

সেই কারণেই, প্রত্যেক বৎসর শীতের সময় গোটা পরিবার সমেত তারা পারি জমান উত্তরবঙ্গে ।মূলত রুজি রুটির টানেই এ রাজ্যে আশা । হাতুড়ি,সাবোল, কুড়োল, কাচি,বিক্রি করে যা উপার্জন হয়, তা দিয়েই দিন গুজরান, নরেশ সিং ও তার পরিবার, বছরের বাকি সময়টা, চাষবাস করেই কাটে তাঁদের। তাঁদের অভিযোগ, মধ্যপ্রদেশের মুখমন্ত্রী শিবরাজ সিং চৌহান তেমন উন্নয়ন করতে পারেন নি l পারেন নি যুবকদের ঠিক মতো কর্মসংস্থান এর জোগান দিতে l তাই অগত্যা গোটা পরিবার সমেত রুজি রুটির টানে প্রত্যেক বৎসর এ রাজ্যে পারি জমান তারা।