সাজ্জাদ হোসেন আহমেদ :: অবতক খবর :: কোচবিহর :: ৭মে ::    লকডাউন চালু রেখে হাটবাজারের দোকানপাট খোলা পেয়ে সাধারণ মানুষের ভীড় প্রশাসনকে অশস্তিতে ফেলেছে। সেকারণে আজ বৃহস্পতিবার শীতলকুচির ব্লক প্রশাসন, ব্লকের সমস্ত ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের নিয়ে বিডিও অফিসে জরুরি বৈঠক ডেকেছেন।

বৈঠকে আলোচনা হয়, করোনা ঠেকাতে সামাজিক দূরত্বের সাথে সাথে প্রত্যেককে মাস্ক পড়া বাধ্যতামূলক। অথচ কিছু মানুষকে বেপরোয়াভাবে দোকানে ভীড় করে কেনাকাটা করতে দেখা গেছে। এক্ষেত্রে দোকানদারকেই সাবধান থাকতে হবে এবং সেখানে সামাজিক দূরত্ব কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। মাস্ক ছাড়া কাউকে বাজারে ঘুরতে দেওয়া যাবে না। সরকারের নির্দেশিকা মেনে দোকানপাট খোলা ও বন্ধ করতে হবে। চায়ের দোকানে ভীড় করা চলবে না। ক্রেতাকে চায়ের কাপ হাতে নিয়ে দোকান থেকে বেড়িয়ে চা খেতে হবে। সবক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে।

আজকের প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন শীতলকুচির বিডিও ওয়াঙদি গ্যালপো ভুটিয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি মালতী পাল, থানার ওসি কাজল সরকার, মেডিকেল অফিসার উত্তম বর্মন প্রমুখ প্রশাসনিক কর্তাগণ। শীতলকুচির ব্যবসায়ী সমিতির সম্পাদক তপন কুমার গুহ এবং সভাপতি বাসুদেব সাহা জানান, আজকের বৈঠকে আলোচনা বেশ ফলপ্রসু হয়েছে। করোনা ঠেকাতে প্রত্যেক দোকাদারকে লকডাউনের নিয়ম মেনে চলতে হবে।