হাজিনগর জুটমিলে বন্ধ রইলো বিশ্বকর্মা পুজো 

অবতক খবর,১৭ সেপ্টেম্বরঃ হাজিনগর জুটমিল, প্রতিবছরই এখানে বিশ্বকর্মা পুজো হয়ে থাকে। এই জুটমিলে সমস্ত সম্প্রদায়ের মানুষেরা মজদুর হিসেবে কাজ করেন। তারা সম্মিলিত ঐক্যে বিশ্বকর্মা পুজো করেন। জাত ধর্মের ঊর্ধ্বে উঠে সমস্ত সংকীর্ণতা পরিত্যাগ করে তারা বিশ্বকর্মা পুজোয় মেতে ওঠেন। বিশ্বকর্মা যন্ত্রের দেবতা। তাদের কর্মজীবনের সঙ্গে জড়িত। কিন্তু এবছর অজানা কারণে তাদের বিশ্বকর্মা পুজোয় অনুমতি দেওয়া হলো না।

সূত্রের খবর,এই পুজোয় জাঁকজমকের জন্য আলোয় মন্ডপ সাজাতে বিদ্যুতের প্রয়োজন। জানা গেছে,এই পুজোর বিদ্যুতের জন্য যে অর্থ ব্যয় হয়, কর্তৃপক্ষ সেই ব্যয় বহন করতে রাজি নয়। সেই কারণে শ্রমিকরা এবার জুট মিলে বিশ্বকর্মা পুজো করতে পারলেন না।