অবতক খবর,২০ আগস্টঃ হাজারদুয়ারি মিউজিয়ামের চারিপাশে রাস্তা বন্ধ করে দিচ্ছেন মিউজিয়াম কর্তৃপক্ষ। এই নিয়ে আজ হাজারদুয়ারির বর্তমান ব্যারিকেডের বাইরের ব্যবসায়ীরা, টাঙা চালক , হকার একত্রিতভাবে মনু শেখের নেতৃত্বে হাজারদুয়ারির ব্যারিকেট এর বাইরে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পৌঁছায় মুর্শিদাবাদ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান হাজারদুয়ারি মিউজিয়ামের চারিপাস ঘিরে দিয়েছেন তা সত্ত্বেও ইমাম বাড়ার গঙ্গার দিকে রাস্তা যে রাস্তা দিয়ে নবাবি স্কুল এবং গভর্নমেন্ট স্পনসর স্কুলের ছেলেমেয়েরা এবং ইমাম মারার পিছনের দিকে যে বসতি আছে সেই বসতির লোকেরা যাতায়াত করে এই রাস্তাটি ঘিরে দিলে সাধারণ মানুষ স্কুলের ছাত্র-ছাত্রী এবং পর্যটকদের নানা রকম অসুবিধার সৃষ্টি হবে সেই কারণে আজকে এখানকার ব্যবসায়ীরা হাজারদুয়ারির মিউজিয়ামের গঙ্গার তীরবর্তী যে রাস্তা আছে সেগুলি গেট বসানোর সময় স্থানীয় মানুষ এবং ব্যবসায়ী ও এলাকাবাসী গেট বসাতে বাধা দেন।