হাজারদুয়ারি চত্বরে প্রায় টোটো চালক এবং টাঙ্গাচালকদের মধ্যে ঝামেলা

অবতক খবর,২৫ জানুয়ারিঃ হাজারদুয়ারি চত্বরে প্রায় টোটো চালক এবং টাঙ্গাচালক দের মধ্যে ঝামেলা লেগেই থাকে। গত ১৭ ই জানুয়ারি টোটো চালক সাজ্জাদ আলীর উপর মারধরের অভিযোগ করে টাঙ্গা চালকের বিরুদ্ধে, সেই টাঙ্গা চালককে পুলিশ গ্রেপ্তারো করেন। আবার আজ ২৫ শে জানুয়ারি কামাল শেখ এবং বাশির উদ্দিন শেখ দুজন টোটো চালককের উপর মারধরের অভিযোগ উঠল টাঙ্গা চালক এর বিরুদ্ধে।

টোটো চালক কামাল শেখ এবং বাশির উদ্দিন শেখ দুজনকেই ঘটনাস্থল থেকে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় টোটো চালক কামাল শেখ ও বাশির উদ্দিন শেখ এর পরিবার থানায় সাত জনের নামে লিখিত অভিযোগ করেন । এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শহরের সমস্ত টোটো চালক দক্ষিণ দরজার ভিতরের মাঠে টোটো বন্ধ রাখেন এবং শহরের সমস্ত টোটো চালক অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির দাবিতে মিছিল করে শহর পরিক্রমা করেন। এরপর দক্ষিণ দরজার সংলগ্ন মসজিদে সামনের মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন শহর তৃণমূল সভাপতি শ্রী ইন্দ্রজিৎ ধর, মুর্শিদাবাদ পৌরসভার ভাইস চেয়ারম্যান মেহেদী আলাম মির্জা, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফাইন মির্জা,যুব নেতা টোটন দাস সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী এবং টোটো চালকগণ।