অবতক খবর :: হাওড়া ::      হাওড়ার বাঁকড়ায় সলপ ব্রিজের কাছে চলছে হাওড়া সিটি পুলিশের নাকা চেকিং। সমস্ত গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ কর্মীরা। অপ্রয়োজনীয় কারণে রাস্তায় বেরোলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে হাওড়া পুলিশ সূত্রে খবর। আজ সকাল থেকেই ৬ নম্বর জাতীয় সড়ক কার্যত ফাঁকা। মাঝেমধ্যে দুই একটি গাড়ি চলাচল করছে।

রাজ্যে লকডাউনের দিনগুলোতে বিমান পরিষেবা বন্ধ থাকলেও চালু রয়েছে দূরপাল্লার ট্রেন পরিষেবা। আজ বেলাতে নির্ধারিত সময়ে হাওড়া স্টেশনে এসে ঢোকে রাজধানী এক্সপ্রেস। স্টেশন চত্বরে যাত্রীদের ট্রেন ধরার ব্যস্ততা ও ট্রেনে করে হাওড়ায় এসে পৌঁছানো যাত্রীদের জমায়েত ছিল ভালোই ।

অপরদিকে হাওড়া গ্রামীনের উলুবেড়িয়া শহর জুড়ে অভিযানে হাওড়া গ্রামীন জেলা অতিরিক্ত পুলিশ সুপার আশিষ মৌয। লকডাউন ভেঙ্গে বেশ কিছু দোকান খোলায় সেই দোকান বন্ধ করাল পুলিশ। রাস্তায় বেরালেই পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষ কে। লকডাউন ভেঙ্গে গাড়ি রাস্তায় নামানোয় গাড়ি আটক পুলিশের।

হাওড়া ব্রিজেও চোখে পড়ে এক অভিনব প্রচার। এক ব্যক্তি তার বাইকে করোনার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে বাইক জুড়ে পোস্টার লাগিয়েছেন।