অবতক খবর ,রাজীব মুখার্জী, হাওড়া :- শুন্য পদে নিয়োগ এবং পৌরনিগমের নির্বাচনের দাবিতে হাওড়া পৌর নিগম ঘেরাও করল DYFI কর্মীরা। বৃহস্পতিবার দুপুর ২:৩০ নাগাদ প্রায় শ’দেড়েক DYFI কর্মী মিছিল করে হাওড়া পৌর নিগমের গেটে আসেন। সেখানে পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

পুলিশকে ধাক্কা মেরে ব্যারিকেড ভেঙে দেন DYFI কর্মীরা। এরপর পৌর নিগমের গেটে বিক্ষোভ দেখাতে থাকে কর্মীরা। DYFI এর হাওড়া জেলা সভাপতি জানিয়েছেন, হাওড়া শহরের বেহাল পরিষেবা, খারাপ রাস্তাঘাট এবং ঘুষ ছাড়া কোনও কাজ হচ্ছে না। এর পাশাপশি তিনি আরও দাবি করেন, বিগত দু বছর যাবৎ পৌর নিগমের ভোট বন্ধ হয়ে রয়েছে।

কোনও কাজ হচ্ছে না। সাধারণ মানুষ কোনোরকম পুর পরিষেবা পাচ্ছেন না।মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যদিন।