অবতক খবর : হাওড়া :  গোটা রাজ্যের মধ্যে করোনা আক্রান্তের নিরিখে কলকাতার ও উত্তর ২৪ পরগনার পরেই হাওড়া জেলার স্থান। হাওড়া শহর ও গ্রামীণে করোনা সংক্রমণে এখন উর্ধমুখী।

জানা গিয়েছে গত একদিনে নতুন পঁয়ষট্টি জন করোনা পজিটিভ হয়েছে। সেই সংখ্যাটা গত ২৫/০৩/২০২১ তে ছিল ৩৩ জন তা গত ৪৮ ঘন্টায় বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জন। এখনো অব্দি মোট হাওড়া জেলায় আক্রান্তের সংখ্যা ৩৬৫২৭ জন। পাশাপাশি কলকাতায় গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৪ জন বলে রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রের খবর।

ভোটপর্বের মধ্যে এভাবে ফের উর্ধমুখী করোনার গ্রাফ ইতিমধ্যে চিন্তার ভাঁজ ফেলেছে জেলা প্রশাসনের কপালে। রাজনৈতিক দল গুলোর মিটিং মিছিলে কোভিড বিধিনিষেধ কার্যত মেনে না চলা এর অন্যতম কারণ বলে মনে করছে রাজ্যের চিকিৎসক মহল। তাদের দাবি এভাবে যদি চলতে থাকে আগামী মাসের দোরগোড়ায় এই রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। সেক্ষেত্রে নতুন করে এক সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হইতে পারে।