হাওড়ার পাঁচলা গ্রাম পঞ্চায়েতে আমফানের ক্ষতিপুরনের টাকা নিয়ে দুনীতির অভিযোগে সরব ফরওয়ার্ড ব্লকের কর্মী ও নেতারা

রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া ::    আমফানের ঝড়ে ক্ষতিগ্রস্ত দের জন্য তৈরি গ্রাম পঞ্চায়েতের তালিকায় ৮০% ই দুনীতি হয়েছে। এই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজেই।

এই মর্মে হাওড়ার জেলা শাসকের কাছে অভিযোগ জানানো হয়েছিল পঞ্চায়েত প্রধান মুজিবুর রহমানের। এবারে সেই দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নামলো সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পাঁচলা শাখা। তারা অভিযোগ করেন এলাকার এলাকায় যারা শাসক দলের পদাধিকারী ও এই ঝড়ে যাদের কোন ভাবে কোনো ক্ষতি হয় নি। তারাই ক্ষতিপূরণ পেয়েছে।

ক্ষতিপূরণের ওই তালিকার মাধ্যমে প্রকৃত ক্ষতি যাদের হয়েছে তারা কেউ ক্ষতিপূরণ পান নি। তারা আরো জানান এর আগেও তারা প্রশাসনের কাছে ডেপুটেশন দিয়ে গেছেন। যদি এরপরেও কাজ না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। অবিলম্বে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি রাখেন তারা।

প্রসঙ্গত মোট ১১৭ জনে লিস্ট পাঠানো হয় জেলা শাসকের কাছে। দেখা যায় তার মধ্যে ২৮ জনের নামই ভুয়ো। এখনো ৪০ জনের ক্ষতিপূরণের টাকা ঢোকে নি।