অবতক খবর,২৬ নভেম্বরঃ হাওড়া স্টেশনে শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। তার বিরুদ্ধে নোংরামির অভিযোগ তুললেন হাওড়ার সাংসদ।

শনিবার দুপুরে হাওড়া স্টেশন লাগোয়া গাড়ি পার্কিংয়ে শাসক দলের সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। জমায়েতকে কেন্দ্র করে প্রকাশ্যে গোষ্ঠী কোন্দলে জড়িয়ে পড়েন শাসক দলের বিবাদমান দুই গোষ্ঠী। এক গোষ্ঠীর সদস্য অন্য গোষ্ঠীর উপরে ঝাঁপিয়ে পড়ে। একে অপরকে বেধড়ক মারধর করে। ঘটনায় ৫-৬ জন আহত হয়েছে। পরে গোলাবাড়ি থানার আধিকারিকরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শনিবার উত্তর হাওড়াতে শাসক দলের শ্রমিক সংগঠনের একটি সভা আয়োজন করা হয়। ওই সভাতে যোগদান করার জন্যই হাওড়া স্টেশনের লাগোয়া পার্কিং এলাকাতে জমায়েত করার ব্যবস্থা করা হয়। অভিযোগ জমায়েতের সময় বিনা প্ররোচনা ছাড়াই হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর সদস্যরা। যদিও এই ঘটনাকে গোষ্ঠী দ্বন্দ্ব বলতে নারাজ ঘটনাস্থলে উপস্থিত হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়। তিনি জানান যারা মারপিট করেছে তাঁরা কেউ তাঁদের দলের সদস্য নয়। বরং তাঁরা বিজেপির কর্মী। তৃণমূলের পোশাক পড়ে এভাবে মারপিট করে তাঁকে বদনাম করার নোংরামি করা হয়েছে। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই।