অবতক খবর,৭ ডিসেম্বরঃ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে বুধবার দুপুরে। সরকারী হাসপাতালের সাধারণ বহিঃবিভাগে চিকিৎসককে দেখাতে এসে হেনস্থার মুখে পড়ে একাধিক রোগী সহ তাঁদের আত্মীয়রা। হেনস্থার পরিবাদ করলে ওই কাউন্টারে কর্তব্যরত হাসপাতাল কর্মীদের বিরুদ্ধে রোগী ও তাঁদের আত্মীয়দের সঙ্গে বচসা তৈরী হয়। এরপরই তাঁদেরকে কিল, চড় ঘুষি ও লাথি মারার অভিযোগ ওঠে। ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলেই সূত্রের খবর।

যদিও এই মারধরের ঘটনায় হাসপাতাল কর্মীরা যুক্ত থাকলে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার। পাশাপাশি রোগীদের অভিযোগ বহিঃবিভাগে দূ টাকা দিয়ে টিকিট কাটতে এলে নিত্য বিভিন্ন ধরণের গঞ্জনা ও কটূক্তি করে ওই কাউন্টারে কর্তব্যরত কর্মীরা আজকে তারা এর প্রতিবাদ করায় তাঁদের উপরে নির্মমভাবে হামলা চালায় হাসপাতালের কর্মীরা। গোটা ঘটনার জেরে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে হাওড়া হাসপাতাল চত্বরে। দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানায় হাসপাতালে আসা রোগী ও তাঁদের আত্মীয়রা। হাসপাতালের মধ্যে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য হাসপাতাল চত্বরে হাওড়া থানার পুলিশ মোতায়েন রয়েছে।