অবতক খবর,৭ নভেম্বরঃ হাওড়া পুরসভার ৫০ টি ওয়ার্ড ভেঙে ৬৬ টি ওয়ার্ড করে রাজ্যের পুর এবং নগর উন্নয়ন দপ্তর। ওয়ার্ডের এই পুনর্ববিন্যাস নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল বিজেপি এবং সিপিএম। বিজেপির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলাও করা হয়। কিন্তু সেই মামলা খারিজ হয়ে যাবার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে শুনানির আয়োজন করা হয়। আজ এই শুনানিতে বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ করে। বেশ কয়েকটি বিষয়ে বিরোধী দলগুলি জেলাশাসকের কাছে আপত্তি জানায়। কিন্তু যুক্তিগ্রাহ্য আলোচনার ভিত্তিতে বেশিরভাগ প্রশ্নের মীমাংসা হয় বলে দাবি রাজ্যের শাসক দলের।

এখন শুধুমাত্র ওয়ার্ড ভিত্তিক মহিলা এবং জাতভিত্তিক সংরক্ষণ কাজ বাকি রইল। সেই কাজ সম্পূর্ণ হলেই ভোটের ঢাকে কাঠি পড়বে। এদিকে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে দ্রুতগতিতে। জানুয়ারি মাসের প্রথম দিকে প্রকাশিত হবে এই ভোটার তালিকা। এরপর রাজ্যের পুর ও নগর উন্নয়নের দপ্তর থেকে রাজ্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করা হবে ভোটের দিন ঘোষণার জন্য। ভোটের দিন ঘোষণা করতে পারেন নির্বাচন কমিশন। অর্থাৎ চার বছর বাদে হাওড়া পুরসভার ভোট নিয়ে আশাবাদী রাজনৈতিক দলগুলি। এখন দেখার কবে ভোট হয়।