অবতক খবর,১৪ এপ্রিল,মলয় দে,নদীয়া:- সারা রাজ্য জুরে চলছে একের পর এক ধর্ষন, খুনের মত ঘটনা।
আর বেশির ভাগ ক্ষেত্রেই নাম জরিয়েছ শাসক তৃনমুল কংগ্রেসের বিরুদ্ধে।
পাশাপাশি তৃনমুল কংগ্রেসের তরফেও একের পর এক নেতৃত্বরা বিরোধীদের বক্তব্যের কড়া জবাব দিতে পিছপা হচ্ছে না।

এমনকি সম্প্রতি নদীয়ার হাঁসখালির ধর্ষন কান্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বক্তব্যকে ঘিরে তীব্র সমালোচনার ঝর উঠেছে।
এরি মাঝে আজ নবদ্বীপ শহরের বুকে সাত সকালে ঘটেছে সুটআউটের মতো ঘটনা, যাতে মৃত্যু হয়েছে এক 4০ উর্দ্ধ মহিলার, যদিও এই ঘটনার ঘটার মাত্র কয়েক ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রফতার করেছে পুলিশ।
তবুও চারিদিকে যেভাবে বোআইনি অস্ত্র, বোমা উদ্ধার হচ্ছে, এর সাথে এত নারী ধর্ষন আর এরি প্রতিবাদে আজ নবদ্বীপ DYFI লোকাল কমিটির ডাকে এক বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচী গ্রহন করে
এদিন শহরের রাম-সীতা পাড়া দলিয় কার্যালয় থেকে মিছিল করে শহরের একাধিক গুরুত্বপূর্ণ পথ হয়ে নবদ্বীপ থানার সামনে বিক্ষোভ দেখায়।

সব মিলিয়ে রাজ্যের এই পরিস্থিতিতে সকল বিরোধী দল যেভাবে শাসক তৃনমুল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে তাতে যথেষ্ট চাপে শাসক তৃনমুল শিবির তা বলাই বাহুল্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল।