অবতক খবর,১৮ এপ্রিল: আজ হালিশহর সিপিআইএম এরিয়া কমিটি পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।আজ বিকেল সাড়ে পাঁচটায় হালিশহর বোলদেঘাটার সামনে এই বিক্ষোভ মিছিল আয়োজিত হয়। হাঁসখালির ঘটনার প্রতিবাদে ও মুখ্যমন্ত্রীর কুরুচিপূর্ণ মন্তব্যে ধিক্কার জানাতে, রামপুরহাট গণহত্যার সঠিক বিচারের দাবিতে,পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সংঘটিত হয় এই প্রতিবাদ মিছিল।

এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক সহ সকল সদস্যরা।

তাদের বক্তব্য, এইভাবেই আন্দোলন গড়ে তুলে আমরা আমাদের দাবি জানাবো এবং তা পূরণ করতে হবে প্রশাসন তথা সরকারকে। কারণ তৃণমূল এবং বিজেপি দুটি দলই এখন এক হয়ে কাজ করছে তারা কেউই এখন আর কোন কিছুর প্রতিবাদ করছে না। শুধুমাত্র লোক দেখানো কাজ তারা করে চলেছে। কিন্তু আমাদের আন্দোলন আমাদের প্রতিবাদ লাগাতার চলবে।