হাঁটছো তুমি খুব জোরে / তমাল সাহা

তার মতিগতি বোঝা যাচ্ছে না। চিরকালই তিনি দ্বিচারিতামূলক কার্য কলাপ করেন। ধন্য আশা কুহকিনী! মুগ্ধ তোমার মায়ায়, পশ্চিমবঙ্গের পলল মৃত্তিকা বিধৌত মানব মন। তাকে বোঝা বড় দায়। তিনি কোনদিকে যায়!

হাঁটছো তুমি খুব জোরে
তমাল সাহা

হাঁটছো তুমি খুব জোরে
কোনদিকে হাঁটছো তুমি বুঝছি না
মহিনের ঘোড়া নীচু করে আছে মুখ
ঘাস তো আর খাচ্ছে না।

ডিটেনশনে জমি দিলে
রাজারহাটে বনগাঁয়
এতে মানুষ আতঙ্কিত
ছুটবে কোন ভিনগাঁয়?

বলছো মুখে চওড়া হেসে
এনআরসি মানছি না
আমরা মানুষ তবুও কেন
যেন ভরসা পাচ্ছি না।

ক্যাব ক্যা হয়ে গেল
আট সাংসদ নেই হাজির
সেকথা তুমি বলছো না
রোজ তুমি হাঁটছো জোর
জগিংয়ে লাগছে ঘোর
আমাদের জোর বাড়ছে না।

রাজ্যসভায় বারোটি বেশি
ভোট কেন
রহস্য তুমি ভাঙছো না
গোঁজামিলের এই অঙ্ক
সহজে উত্তর মিলছে না।

তুমি হবে মধ্যমণি
মানছে সবাই তোমায় নেতা
তবু ক্যা বিরোধী সম্মেলনে যাচ্ছো না
ক্যা এনআরসি এনপিআর দূর হটো
এ প্রস্তাব গৃহীত হোক
তাও তুমি মানছো না।

পা তোমার কোন দিকে
মুখ তোমার কোন দিকে
মাটির সঙ্গে তাল মিলছে না
মা মানুষ পাচ্ছে ভয়
দেখেও কিন্তু দেখছো না।

আমরা কিন্তু দেখছি তোমায়
মানুষ জাত কী অসহায়?
কখন শ্রীজাত কখন বজ্জাত
এটাই তুমি বুঝছো না।

না হাঁটলেও শক্তি বাড়ে
মিললে সবাই মনের জোরে
সেটাই তুমি জানছো না।
মানুষ আছে, মানুষ আছে
আমরা কিন্তু ভয় পাচ্ছি না।