নিজস্ব প্রতিবেদক : অবতক খবর :     হলদিয়া ব্লক মৎস্য বিভাগের অভিনব উদ্যোগ গ্রহন- “ভার্চুয়াল পদ্ধতিতে মৎস্য খামার ভ্রমন ও সরাসরি অনলাইন প্রশিক্ষন।” ভার্চুয়াল প্রশিক্ষনের মাধ্যমে মাছ চাষের বিভিন্ন বিষিয়ে সরাসরি মাছ চাষিদের মৎস্য খামার সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে।

হলদিয়ার আধুনিক মাছ চাষের বাস্তবিক দিক গুলো হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারণ আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ৩রা জুন ও ৪ঠা জুন ফিশারী ফার্মের কার্যকলাপ সহ মাছ চাষের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

হলদিয়া ব্লকের অভিনব এই “ভার্চুয়াল মৎস্য চাষ ও প্রশিক্ষন” কর্মসূচীতে হলদিয়ার মাছ চাষিরা লাভবান হচ্ছে, তেমনি অনলাইনের মাধ্যমে প্রশিক্ষার্থীরা ঘরে বসে সবাই মৎস্য খামারের ভার্চুয়াল ট্যুর করতে পারছেন। ডেকান রুই, পেংবা, আমুর, আমেরিকান পমফ্রেট প্রভৃতি মাছ চাষ হয়।