হরিশ্চন্দ্রপুর থানা জুড়ে অনুষ্ঠিত হলো রুবেলা ও হাম রোগের টিকাকরণ

অবতক খবর,৯ জানুয়ারি,মালদা: সারা রাজ্যের সঙ্গে সঙ্গে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিভিন্ন বিদ্যালয় আজ সারম্বরে হাম এবং রুবেলা টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো।৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের দেওয়া হবে টিকা। কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে ৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত টিকাকরণ কর্মসূচি। ২ কোটি ৩০ লক্ষ শিশুকে দেওয়া হবে ভ্যাকসিন। কোভিড এর পর এটাই সব থেকে বড় টিকাকরণ কর্মসূচি এমনটাই জানাচ্ছেন স্থানীয় প্রশাসন।

হাম, জার্মান হাম রোধে রাজ্যজুড়ে টিকাকরণ কর্মসূচি।প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই খবর সামনে এসেছিল, যে হঠাৎ করে বেড়েছে হাম ও রুবেলার প্রকোপ। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে তারপর থেকে তৎপর হয় কেন্দ্র। রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। হু ও ইউনিসেফের ২০২১-এর তথ্য তুলে ধরে সেখানে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ভারতে হাম ও রুবেলা ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছে ৮৯ শতাংশ শিশু এবং দ্বিতীয় ডোজ পেয়েছে ৮২ শতাংশ। এর ফলে স্বাভাবিকভাবেই রোগ বৃদ্ধির আশঙ্কা বেড়ে গেছে!এদিন হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঐতিহ্যবাহী হরিশ্চন্দ্রপুর হাই স্কুলে গিয়ে দেখা গেল টিকা নিতে ভিড় জমিয়েছে পড়ুয়ারা।হরিশ্চন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন আহমেদ জানান রাজ্যের কর্মসূচির অঙ্গ হিসেবে আজ আমাদের উচ্চ বিদ্যালয় ছাত্রদের জন্য এই টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে।হরিশ্চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় এই টিকাকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের বিডিও অনির্বাণ বসু, বি এম ও এইচ অমলকৃষ্ণ মন্ডল, অমর বিদ্যালয়ের পরিদর্শক মাসুদ করিম আনসারী প্রমূখ।