অবতক খবর,২৯ মার্চ: হরিচাঁদ ঠাকুরের ২১১তম জন্মতিথি উপলক্ষ্যে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আজ থেকে শুরু হচ্ছে মতুয়া ধর্ম মহামেলা। আগামী এক সপ্তাহ এই মেলা চলবে। হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে মতুয়াদের উদ্দ্যেশ্যে দিল্লি থেকে বিশেষ ভাষণ দেবেন।

অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানান, মতুয়াদের উদ্দ্যেশ্যে প্রধানমন্ত্রীর এই ভাষণ মতুয়াদের বিশ্বের দরবারে তুলে ধরবে। সারা দেশের মানুষের কাছে দীর্ঘদিন ধরে অবহেলিত এই মতুয়ামেলার পরিচিতি পাবে। মেলায় ভাষণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণের জন্য শান্তনু ঠাকুর প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন।