অবতক খবর,নিজস্ব প্রতিবেদন,২৭ জুলাই :: সীমান্ত পেরিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করার অভিযোগে দুই বাংলাদেশীকে গ্রেফতার করলো হবিবপুর থানার পুলিশ। দুই বাংলাদেশি বিএসএফের চোখে ফাঁকি দিয়ে পৃথক দুটি সীমান্ত এলাকা দিয়ে মালদায় প্রবেশ করে। সীমান্তে ঝোপঝাড় পেরিয়ে ভারতের সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করার পরই ওই দুজনকে ধরে ফেলে হবিবপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই বাংলাদেশির নাম আব্দুর রাকিব এবং মেহেদী হাসান।এরা মহদিপুর সীমান্ত দিয়েই গোপনে ভারতে অনুপ্রবেশ করেছিল। এরপর কাজের সন্ধানে হবিবপুর চলে যায় । মঙ্গলবার রাতে দুজনকে পৃথক দুটি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেই পুলিশ জিজ্ঞাসা করে ।তাতেই পুলিশ জানতে পারে তারা দুজনেই অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে প্রবেশ করেছে। ধৃত দুইজনের বাড়ি বাংলাদেশের খুলনা এলাকায়। বুধবার ধৃতদের মালদা আদালতে পেশ করেছে হবিবপুর থানার পুলিশ।