অবতক খবর,১৭ মার্চঃ হুগলী জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত রামপাড়া নারায়নী বালিকা বিদ্যালয় ঘুরে দেখলেন ফুরফুরা শরীফের পীরজাদা তথা ভাঙ্গড় বিধানসভার বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী। শিক্ষক শিক্ষিকার অভাবে ধুকছে এই স্কুল। ছোটবেলায় এই স্কুলেই পড়েছেন না অসৎ সিদ্দিকী। কিন্তু এখন শিক্ষক শিক্ষিকার অভাবে পড়াশোনার পঠন-পাঠন উঠে প্রায় যাচ্ছে। তাই এই খবর পেয়ে আজ সকালেই স্কুলে হাজির হয়েছিলেন। পীরজাদা নওশাদ সিদ্দিকী। স্কুলের প্রধান শিক্ষিকা মৃদুলা হালদার সহ। সকল ছাত্র-ছাত্রীর কথা শুনলেন।

শুনলেন তাদের অভাব অভিযোগ। পীরজাদা সিদ্দিকী জানলেন যে। এই স্কুলে বর্তমানে শিক্ষক-শিক্ষিকা নেই। আমার খুব খারাপ লাগছে ছোটবেলায় আমি এই স্কুলেই পড়ে বড় হয়েছি। তিনি প্রধান শিক্ষিকার কাছ থেকে স্কুলের সকল কাগজপত্র নিলেন। এবং তিনি বললেন যে আমি আগামী দিনের। রাজ্যের শিক্ষা মন্ত্রীর সঙ্গে কথা বলব। যাতে এই স্কুলের পরিকাঠামোর উন্নতি করা যায়। এবং বর্তমানে যে শিক্ষক শিক্ষিকার অভাব সেটাও যাতে পূরণ করা যায়। তিনি বললেন যে যারা পরীক্ষায় পাস করে অনশনে বসছেন। তাদেরকে চাকরি দিচ্ছে না রাজ্য সরকার। রাজ্য সরকার যদি তাদেরকে চাকরিগুলো দিত তাহলে এই ছোট ছোট বাচ্চাদের এত পড়াশোনার সমস্যা হতো না। প্রধান শিক্ষিকা। বলেন যে। আগের বছর মাধ্যমিক পরীক্ষার আমাদের স্কুলের ২৫ জন ছাত্রী ফেল করেছে। স্কুলের শিক্ষকের অভাবেই এই পরিণতি হয়েছে। বারবার রাজ্য সরকারকে জানিও হয়নি কোন সূরা।