অবতক খবর,১৭ অক্টোবরঃ সোমবার সকালে হঠাৎই কালনার মুচিপাড়া মোড়ে এক মাংস ব্যবসায়ীর দোকানে হানা কালনা পৌরসভার কনজারভেন্সি বিভাগের সভাপতি অনিল বসুর. খাসির মাংসর নাম করে সেই পয়সায় ধারীর মাংস বিক্রির অভিযোগ উঠল এক মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে, কালনা পৌরসভার তরফ থেকে মিটিং ডেকে সমস্ত মাংস বিক্রেতাকে ডেকে এ বিষয়ে আগেই সাবধান করা হয়েছিল কেউ যেন মানুষ ঠকানোর ব্যবসা না করেন, খাঁসির দোকানে তারা কেবলমাত্র খাঁসির মাংসই বিক্রি করবেন, আর সেই নিয়মের অমান্য করায় এদিন রবিবার সেই দোকানে হানা দিয়ে দোকান মালিককে দশ হাজার টাকা জরিমানা ও তিন মাসেও দোকান বন্ধের নির্দেশ দেন কনজারভেন্সি ডিপার্টমেন্টের সভাপতি অনিল বসু. পরে হাজির হয় পৌরসভার আধিকারিকরা. ঘটনার ছড়ায় চাঞ্চল্য. যদিও ওই মাংস বিক্রেতার দাবি তিনি ধারির মাংস বিক্রি করেননি সেটি খাঁসির মাংস ছিল.