অবতক খবর,১৯ নভেম্বরঃ হকার সমস্যা নিয়ে এবার পুলিশের ঘাড়েই দায় চাপালেন মেয়র। তাঁর দাবি পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হলেও, এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি।

মেয়র ফিরহাদ হাকিম বলেন, “থানার মদতেই শহরে বাড়ছে অনিয়ন্ত্রিত হকারের সংখ্যা। পুলিশ কমিশনারকে চিঠি দিলেও অ্যাকশন হয়নি।” প্রসঙ্গত, দিন দিন বাড়তে থাকা হকার সমস্যা নিয়ে এবার কার্যত পুলিশের ঘাড়েই দায় ঠেললেন কলকাতা পুরসভার মেয়র। শুধু তাই নয়, পুলিশ ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

কলকাতা পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন কলকাতার মেয়র। তিনি বলেন, “এগুলো সব পুলিশের লোকাল থানায়, সেখানে তাদের মদত না থাকলে এরা বসতে পারে না। কিছু কিছু হকার ইউনিয়ন এবং পুলিশ মান্থলি সিস্টেম করে নেয়। দুই নভেম্বর চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আমি দেখিনি কোন একশন হয়েছে বলে। পুলিশকে এটা দায়িত্ব নিতেই হবে।”