অবতক খবর,১১ জানুয়ারি,গঙ্গারামপুর: জেলার ব্লাডব্যাঙ্ক গুলিতে রক্ত সংকট দূর করতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি।মঙ্গলবার গঙ্গারামপুর দেবীকোট ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।যেখানে স্বেচ্ছায় রক্তদান করে প্রায় 50 জন।রক্তদানের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে গাছের চারা।

এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক সিদ্ধার্থ রায়,জেলা সভাপতি সুকলাল হাঁসদা,DPSC চেয়ারম্যান সন্তোষ হাঁসদা,তৃণমূল জেলা সভাপতি উজ্জ্বল বসাক,চেয়ারম্যান নিখিল সিংহ রায়,গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মৃনাল সরকার,টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব সেন সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

প্রসঙ্গত চলছে করোনা আবহ,এরই মাঝে জেলার বালুরঘাট ও গঙ্গারামপুর ব্লাড ব্যাংকে দেখা দিয়েছে রক্তের তীব্র সংকট।সেই রক্ত সংকট দূর করতে বিভিন্ন সময় এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলি।সেইমতো এবারে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি।এ বিষয়ে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক সিদ্ধার্থ রায় বলেন।