অবতক খবর,১ নভেম্বর: দক্ষিণ দিনাজপুর জেলায় করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। বালুরঘাট শহরে বেশ কয়েকটি কনটেইনমেন্ট জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন। ইতিমধ্যেই জেলাজুড়ে জোরকদমে চলছে করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ। তবুও এখনও বেশ কিছু বয়স্ক মানুষেরা করোনার ভ্যাকসিন নিতে পারেননি বিভিন্ন কারণে, সেই কারণে এবার স্বাস্থ্য দফতরের উদ্যোগে প্রবীণ নাগরিকদের ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিলো দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর।

সেইমতো আজ অর্থাৎ সোমবার থেকে বালুরঘাট শহর এর আদর্শ স্কুল পাড়ার সরকারি কর্মী শরদিন্দু বিশ্বাসের এর বাড়িতে গিয়ে তার বাড়ির দুই বৃদ্ধা অর্থাৎ তার মা ও জেঠিমাকে ভেকসিন প্রদান করল দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর। করোণা রোধে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণমানুষ।