অবতক খবর,১৯ আগস্ট,বাঁকুড়া:- স্বামী সন্তানকে ছেড়ে গাড়ির চালককে বিয়ে করে সটান থানায় হাজির শালতোড়ার বিধায়ক।

খবর ছড়িয়ে পড়তেই শোরগোল এলাকাজুড়ে।

নিজের স্বামী ও সন্তানকে ছেড়ে নিজের গাড়ির চালক তথা দলেরই কর্মীকে বিয়ে করে সটান থানায় হাজির হলেন শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরী।

আর এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকায়। বিধায়কের এই কাজে দলের কর্মী থেকে বিরোধী দলের সকলেই নিন্দায় সরব হয়েছেন। বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিধায়কের। তাঁর স্বামী ঘটনার কথা মানতে চাননি।
কৃষ্ণ কুন্ডুর স্ত্রী রূম্পা কুন্ডু গঙ্গাজলঘাটি থানায় তাঁর স্বামী ও বিধায়ক চন্দনা বাউরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

লিখিত অভিযোগে তিনি জানান, ওই দুজন বেআইনীভাবে বিয়ে করেছে। স্থানীয় মানুষজন বিধায়কের এই কুকর্মের অভিযোগ তুলে নিন্দায় সরব হয়েছেন। তৃণমূল ও খোঁচা দিতে ছাড়েনি বিধায়ককে।

যদিও বিধায়ক এই সকল কথা মানতে নারাজ। তিনি সংবাদমাধ্যমের সামনে দাবি করেছেন, স্বামীর সাথে তার গতকাল রাত্রে ঝগড়া হয় যার কারণে থানায় উপস্থিতি হন।

ঘটনার কথা জানাজানি হতেই বিধায়িকা চন্দনা বাউরী বাড়ি থেকে ফেসবুক লাইভ করেন এবং এ বিষয়ে সাফাই দেন।