অবতক খবর,৩ এপ্রিল,মৃন্ময় লাহিড়ী,বীরভূম: স্বাধীন ট্রাস্টের বাৎসরিক অনুষ্ঠানকে ঘিরে স্বাস্থ্য পরিষেবা সহ বহুমুখী ভাবনায়, অভিনব প্রযুক্তির সমন্বয়ে একগুচ্ছ প্রকল্প উদ্বোধনে নতুন দিগন্তের দিশা দেখাচ্ছে চিকিৎসা ব্যবস্থায়। আজ সকালে বোলপুর রেল ময়দান থেকে শান্তিনিকেতন থানা পর্যন্ত প্রভাতফেরির মধ্য দিয়ে বার্ষিক অনুষ্ঠানের সূচনা হয়। পরে শান্তিনিকেতন থানা ও শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং শান্তিনিকেতন সেবা নিকেতন এর সহযোগিতায় আশ্বাসে সদস্যদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এর আয়োজন করা হয়।

সান্ধ্যকালীন অনুষ্ঠানে শান্তিনিকেতন ডিজিটাল রিচার্জ সেন্টারের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য আইন কমিশনের চেয়ারপার্সন বিচারপতি প্রণব চট্টোপাধ্যায়, প্রখ্যাত রোবটিক্স সার্জেন্ট ডাক্তার জেএস রাজকুমার, বীরভূমের জেলাশাসক বিধান চন্দ্র রায় ,জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হিমাদ্রি আড়ি,ডাক্তার প্রভাকর রেড্ডি, ডাক্তার আর পাওয়ার, শান্তিনিকেতন মেডিকেল কলেজ এর সভাপতি তথা স্বাধীন ট্রাষ্ট্রের কর্ণধার মলয় পিঠ সহ কলকাতা ,চেন্নাই, ব্যাঙ্গালোরের প্রখ্যাত চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিদের শান্তিনিকেতন সৃজন সম্মান ২০২২ প্রদান করা হয়।