অবতক খবর,১৫ আগস্ট: ৭৫তম স্বাধীনতা দিবসে জেলাশাসকের দপ্তর সহ শহরের প্রতিটি পার্টি অফিস,স্বেচ্ছাসেবী সংগঠন ও জেলা প্রশাসনের অধিকাংশ দপ্তরে যাকজমকভাবে স্বাধীনতা দিবস পালন করা হলেও, জেলাশাসকের দপ্তরের ঢিল ছোঁড়া দূরত্বে জেলা প্রশাসনের তৈরি নেতাজী সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে সকাল থেকে বেলা পর্যন্ত মালা না পড়ায় অবশেষে শহর সাংবাদিকদের উদ্যোগে নেতাজির গলায় মালা পড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বর্ধমান জেলা শাসক ভবনে সকাল থেকেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এরপর জেলাশাসক দপ্তরের সামনে থাকা মহাত্মা গান্ধীর গলায় মালা পড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপনের পর তেরঙ্গা পতাকা উত্তোলন করেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা।
সকাল থেকে নেতাজির আবক্ষ মূর্তির ঢিল ছোঁড়া দূরত্বে অনুষ্ঠিত হয় শাসক দলের স্বাধীনতা দিবস।
অথচ প্রশাসনের তৈরি নেতাজির আবক্ষ মূর্তিতে পরলো না মালা।
নেতাজির এই আবক্ষ মূর্তির সামনে দিয়ে যাওয়া আসা করেন জেলা প্রশাসনিক আধিকারিকরা।