অবতক খবর,১৬ আগস্টঃ ৭৭তম স্বাধীনতা দিবস পালিত হল গোটা দেশ জুড়ে। বিভিন্ন মানুষ বিভিন্ন সমাজসেবামূলক কাজের মাধ্যমে এই দিনটি পালন করেছেন। ঠিক সেইরকমভাবেই হালিশহর কল্যাণ সংঘ ক্লাবের পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ নেওয়া হলো‌।

স্বাধীনতা দিবসের দিন সকালে ক্লাবের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। এটি ছিল সম্প্রীতির মিছিল। ‌ গোটা দিনই চলে তাদের বিভিন্ন অনুষ্ঠান। এরপর তারা আয়োজন করেন নৈশ ভোজের। এলাকার প্রায় ৪০০ মানুষ এই নৈশভোজে যোগ দেন।

একটাই কারণ। ভেদাভেদ ভুলে সকলে এক হয়ে যাওয়া।

এ প্রসঙ্গে সেক্রেটারি ভোম্বল বিশ্বাস এবং জয়েন্ট সেক্রেটারি বাপি দাস জানালেন, “সকলে মিলে এক হয়ে সমস্ত উৎসব,অনুষ্ঠান পালন করাই আমাদের একমাত্র লক্ষ্য। পাশাপাশি আমরা সকলেই এলাকার উন্নয়নের কথা ভাবি। গোটা বছরজুড়ে জনসেবায় নিয়োজিত থাকে কল্যাণ সংঘ।”