HomeBARRACKPOREস্বাধীনতার ময়না তদন্ত করেছ তুমি! / তমাল সাহা

স্বাধীনতার ময়না তদন্ত করেছ তুমি! / তমাল সাহা

স্বাধীনতার ময়না তদন্ত করেছ তুমি!
তমাল সাহা

স্বাধীনতার শব্দটি শনাক্ত করেছো তুমি? বাবা বলে, স্বাধীনতা!হায় স্বাধীনতা!
বাবাকে কোনদিনও কাঁদতে দেখিনি। আমার বাবা জীবনে কোনদিনও অসুস্থ হননি। ‌ বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছেন। বাবার আফসোস শুধু কত বই! কত বই ফেলে এসেছেন পদ্মার পারে।

বাবা বলে, স্বাধীনতা কি খুব সহজ? তোমরা মুখে কত সহজে উচ্চারণ করো স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই। শব্দটি তুমি শনাক্ত করেছ? বানান করে কোনদিনও উচ্চারণ করেছ কি? তুমি না মাস্টারমশাইয়ের ছেলে? আমি মাথা নিচু করে থাকি।

স্বাধীনতা বানান এতো সোজা?এটা যুক্তবর্ণের বানান। দন্ত্য-স- য় ব,আ-কার– হলো স্বা, ধ-য় দীর্ঘ ঈ-কার ধী, দন্ত্য-ন, ত- য় আ-কার তা। তাহলে স্বাধীনতা পেতে হলে যুক্তির পরিমাণ কত হবে তুমি বোঝো?
ক্ষমতা চাই মাতব্বরি মারব, দেশকে ফালা করে ক্ষমতা লুটে নাও।

দেশ স্বাধীন!এতো বাঙালির ফাঁসি শুধু তরুণ নয় তরুণী। শুধু বাঙালিয়ানা নয় অবাঙালি। তাদের পরিচয় তারা শুধু ভারতবাসী, শহীদ।
সূর্যসেনের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, জালালাবাদ পাহাড়ের যুদ্ধ। অলিন্দ যুদ্ধ– রাইটার্সে বিনয় বাদল দীনেশ। আমাদের পাড়ার রিভলভার মাস্টার বিপিনবিহারী গাঙ্গুলীর মাউজার পিস্তল লুঠ। আলিপুর বোমার মামলা,কানপুর মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা, নৌ বিদ্রোহ গুরুত্ব পেল না?এক রাতেই স্বাধীনতা ভাগাভাগি?

তাহলে বাবা আরও যে ছিল ভগৎ সিং,চন্দ্রশেখর এদের কি দরকার ছিল? জালিয়ানওয়ালাবাগের কি দরকার ছিল? বাবা নেতাজি অন্তরীণ থেকে আজাদ হিন্দ ফৌজ জাতীয় সরকার গঠন– এসব, এসব!
বাবা, ক্ষমতা বিশ্বাসঘাতক তৈরি করে? হ্যাঁ,করে।

শুনে রাখো, এ সমঝোতার স্বাধীনতা।
স্বাধীনতা মানে স্ব-এর অধীনতা। এটা তা নয়। নিজের অধীনতা। তুমি কি স্ব-এর অধীন? এসব ভেবেছো? তুমি পেয়েছো কি স্ব+অধীনতা?
চাপানো অধীনতা নিয়ে তুমি এখনো বেঁচে আছো। তুমি এখনো পরাধীন। অধীনতা নিয়ে কোনমতে টিকে আছো।আগে ছিলে বিদেশি শাসকের অধীন,এখন দেশী শাসকের অধীনতায় টিকে আছো। নিজের অভিজ্ঞতায় বুঝতে পারছো না?

তুমি পেয়েছো সাধীনতা,স+ অধীনতা। স মানে সঙ্গে। অধীনতাকে সঙ্গে নিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছো তুমি। রাষ্ট্র তোমাকে কোনদিনই সেই স্বাধীনতা দেবে না।

আমি শুধু বাবার মুখের দিকে তাকিয়ে থাকি!

RELATED ARTICLES

Most Popular

Recent Comments