অবতক খবর,১১ মে,চাঁচল,সানু ইসলামঃস্বাধীনতার পরেও পাকা হয়নি রাস্তা।একাধিকবার আন্দোলন করেও কর্দমাক্ত রাস্তায় হাটতে হচ্ছে শতাধিক বাসিন্দাদের।পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ।অবশেষে ভোটের মুখে পাকা রাস্তার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন গ্রামবাসী।প্লাকার্ড হাতে বিক্ষোভে সামিল হয়েছিলেন গ্রামের বধূরাও।রাস্তার কাদাতেও প্লাকার্ড পুঁতে প্রতিবাদ জানানো হয়। বৃহস্পতিবার মালদহের চাঁচল গ্রাম পঞ্চায়েতের সিহিপুর নৌগাছিয়া গ্রামের ঘটনা।

অভিযোগ, ভোটের সময় নেতাদের কাছ থেকে প্রতিশ্রুতি মিললেও কাজ করেনা।কয়েকদশক ধরে নেতাদের প্রতিশ্রুতিতে আটকে রয়েছে রাস্তার কাজ।ভোটের আগে রাস্তা পাকা না হলে ভোটমুখী হবেননা গ্রামবাসীরা বলে হুঁশিয়ারি ছুড়ছেন।