অবতক খবর,২১ নভেম্বর : স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে আজ রেশম চাষের বৈঠক অনুষ্ঠিত হলো মন্তেশ্বরে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভা হলে এদিনের বৈঠকে জেলা রেশম শিল্প দফতরের আধিকারিক অনিন্দ্য মোদক , মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস সহ শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা উপস্থিত ছিলেন। জেলা আধিকারিক জানান, মন্তেশ্বরের দেনুর পঞ্চায়েতের গলাতুন ডাঙ্গায় কয়েকশো বিঘা সরকারি যে খাস জমি রয়েছে সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজে লাগিয়ে রেশম চাষ করা হবে। উৎপাদিত ফসলের লভ্যাংশ ওই মহিলারাও পাবেন। এ বিষয়ে আগ্রহী মহিলাদের তালিকা তৈরি করে প্রশিক্ষণের মাধ্যমে দ্রুত তাদের রেশম চাষের কাজে লাগানো হবে।