অবতক খবর,১৮ মার্চ,বারাসত: শুক্রবার বারাসতে উত্তর ২৪ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসের সামনে SFI এর বিক্ষোভ স্কুল বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে।রাজ্য জুড়ে প্রাইমারি স্কুলে ছাত্র-ছাত্রী সংখ্যা কমে যাওয়ার ফলে বেশ কিছু স্কুল বন্ধ হয়ে যাওয়ার পরিকল্পনা নেই,তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলায় ৪৯৪ টি প্রাইমারি স্কুল বন্ধ হবে।তারই প্রতিবাদে এইদিন বিক্ষোভ সংগঠিত করে বাম ছাত্র সংগঠন। যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তা কোন নৈতিক কাজ হতে পারে না।বিক্ষোভকারীদের দাবি আমাদের দেশের সংবিধান এই অধিকার দিয়েছে যে আমাদের ঘরের ছেলে মেয়েদের ১৪ বছর বয়স পর্যন্ত পাইমারি শিক্ষা দেব,এটা রাজ্য সরকারের দায়বদ্ধতা,তারা বাচ্চাদের প্রাথমিক শিক্ষাটা দেবে।

সেখানে দাঁড়িয়ে এই সরকার বাচ্চাদের প্রাথমিক শিক্ষা না দেওয়া,তাদেরকে শিক্ষিত না করার পরিকল্পনা বলে মনে করেন এই সিদ্ধান্ত কে।মমতা বন্দ্যোপাধ্যায় হিরকা রাজার মত পরিকল্পনা নিচ্ছে,হিরক রাজায় দেখা গিয়েছিলো হিরক রাজ্যে কেউ পড়াশোনা করতে পারবে না,পড়াশোনা করলে যদি কেই হিরক রাজা যে প্রশ্ন করে।মমতা বন্দ্যোপাধ্যায় সেই রোল প্লে করছে বলে দাবি বাম ছাত্র নেতৃত্বের।