অবতক খবর,সংবাদদাতা,২৩ জুলাই :: আজ সকালে মেখলিগঞ্জের চৌরঙ্গী সংলগ্ন, চৌরঙ্গী সানরাইস কি ওরা গার্ডেন নার্সারি স্কুলে ১৬৯ নম্বর বিএসএফের ব্যাটেলিয়ান এর পক্ষ থেকে একটি বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণের আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ,১৫৯ নম্বর ব্যাটেলিয়ানের কোম্পানি কমান্ডার সুরেন্দ্র কুমার সিহাগ ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য ধ্রুবজ্যোতি বর্মন, সহ স্কুলের কর্ণধার ইউনুস আলী এবং স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকা গণ।

এদিন স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে গাছের চারা তুলে দিয়ে এবং সবার সাথে গাছের চারা লাগিয়ে সেই চারা যত্ন নিতে বলেন এবং পরবর্তী সময়কালে আরও বেশি করে বৃক্ষরোপন করার অনুরোধ জানান বিএসএফ কোম্পানি কমান্ডার। তিনি আরো বলেন আমাদের সিও স্যারের উদ্যোগে একটি গাছের চারা আর নার্সারি হচ্ছে এবং সেই চারা বড় হলে পরবর্তী প্রজন্ম এবং আমরা সকলেই বেশি সংখ্যক বৃক্ষরোপণ করার উদ্যোগ নিতে হবে এবং পরিবেশকে সুস্থ রাখতে হবে।