অবতক খবর,৯ আগস্ট,বীরভূম:স্কুলে চাবি চুরির অভিযোগে সালিশি সভায় সামাজিক বয়কটের নিদান গ্রামের মোড়ল মাতব্বরদের।

ঘটনাটি ঘটেছে বীরভূমের শান্তিনিকেতন থানার বালিপাড়ায়।

তাদের সঙ্গে যদি পাড়ার কেউ কথা বলে তবে তাদেরও ১০ হাজার টাকা জরিমানা করা হবে, জানানো হয়েছে মন্ডলের তরফ থেকে।

বীরভূমে এই ঘটনা প্রথম না। এর আগেও সালিশি সভা ডেকে আঙ্গুল কেটে নেওয়া, আট বছর গ্রাম ছেড়ে থাকারও ঘটনা ঘটেছে। বারবার এই ঘটনা কি করে ঘটছে,পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

ঐ তিন পরিবারের পক্ষ থেকে অভিযোগ, শান্তিনিকেতন মহিলা থানা ও শান্তিনিকেতন থানায় অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। তাই বীরভূম পুলিশ সুপারের দ্বারস্থ এই তিন আদিবাসী পরিবার।