সোহম মেমোরিয়াল সোসাইটি নেমে পড়ল দিন আনি দিন খাওয়া মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণে

অবতক খবর,১৪ এপ্রিল: আজ কাঁচরাপাড়া অঞ্চলের সোহম মেমোরিয়াল সোসাইটি এই যে বিশ্ব মহামারী হিসেবে ঘোষিত করোনা বিপর্যয় তাকে কেন্দ্র করে দিন আনা দিন খাওয়া মানুষের পাশে দাঁড়াল।

আজ সোসাইটির পক্ষ থেকে বাংলা শুভ নববর্ষকে স্বাগত জানিয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। তারা সোহমের স্মৃতির উদ্দেশ্যে শুভ নববর্ষের এই দিনটিকে পালন করেন।

তারা দুঃস্থ মানুষের হাতে এক কেজি সর্ষের তেল, ১ কেজি নুন, ৫০০ গ্ৰাম চিনি,৩০০ গ্ৰাম সোয়াবিন তুলে দেন। আজ ১১৫ জন মানুষের হাতে তারা এই ত্রাণসামগ্রী তুলে দিয়েছেন।


সোসাইটির অন্যতম ব্যক্তিত্ব গৌতম দত্ত বলেন,লকডাউনের পিরিয়ড চলছে। তারা সেই দিকে নজর রাখছেন এবং আগামীতে এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা আরো রূপরেখা রচনা করছেন। অর্থাৎ পরবর্তীতে তারা আরো কিছু ত্রাণসামগ্রী তুলে দিতে চান।
আজ এই দিন আনা দিন খাওয়া মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন গৌতম দত্ত, কাউন্সিলর সুজিত দাস,রুমা দত্ত,তাপস দত্ত,সুধীর গুহ রায় এবং অসংখ্য শুভানুধ্যায়ী এই বিতরণকালে উপস্থিত ছিলেন।