HomeDISTRICTSসোনালি মুরগি পালন করে গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতার পথ দেখাচ্ছে চোপড়া ব্লকের ধন্দু...

সোনালি মুরগি পালন করে গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতার পথ দেখাচ্ছে চোপড়া ব্লকের ধন্দু গছ গ্রামের গৃহবধূ

অবতক খবর,২৭ নভেম্বর,চোপড়া:- সোনালি মুরগি পালন করে গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতার পথ দেখাচ্ছে চোপড়া ব্লকের ধন্দু গছ গ্রামের গৃহ বধূ সিমতি বিশ্বাস। সিমতি জানান,তার একাজে উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী অঞ্জলি শর্মা ও ডাঃ সুদীপ নন্দীর সু পরামর্শে বাড়িতে ৫০০ সোনালী মুরগি পালন করি।

একাজ আমি পারিবারিক সদস্যদের নিয়ে করি। এই মুরগির বাজারে চাহিদাও ভাল,তাই তিনি অন্যান্য মহিলাদের সোনালী মুরগি পালন করার পরামর্শও দেন। মুরগি পালনের পাশাপাশি তিনি শিশু আহার ও কিছু হাতের কাজ প্রশিক্ষণ নিয়ে করে থাকেন। মুরগি পালন করে গৃহ বধূরাও যে নিজে উপার্জন করে স্বনির্ভর হতে পারে, তার প্রমান দেখিয়ে দিলেন চোপড়া ব্লকের ধন্দু গছ গ্রামের সিমতি বিশ্বাস।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments