সোনার বাংলা– শব্দবন্ধটি কি
শেষপর্যন্ত কি ক্লিশে হয়ে দাঁড়ালো? যার ইচ্ছে সেই উচ্চারণ করে বাহবা নিতে চাইছে!!

সোনার বাংলা
তমাল সাহা

সোনার বাংলা কবে ছিল কে জানে?
শুনেছি শুধু রবীন্দ্রনাথের গানে।
এখনো শুনি দিদির ভাষণে
গতকাল শাহজি বলে গেছে
শহিদ মিনার ময়দানে
পাঁচ বছর সময় লাগবে নির্মাণে।

তিয়াত্তর বছর পার হয়ে যায়
নড়ে গেছে ভিতের পাথর
সোনার বাংলা! সোনার বাংলা!
বলে বলে আমরা কাতর!

এখন বুঝি প্রবীণ বেলায়
এটা গড়ার কথা নয়,
শুধু গানের কথা, শোনার কথা
মুখ থেকে বেরোয়, থাকেনা প্রাণে।

নিরুপায়, তাই শুনে যাই কানে কানে।