অবতক খবর,২১ ডিসেম্বর: মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় বহরমপুর গ্র্যান্ড চলে সোনাঝুরি হাট মেলার উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করলেন শ্রীমতি শাওনি সিং রায়। উপস্থিত নাড়ুগোপাল মুখার্জি তিনি জানালেন, বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের জিনিস দোকানে পাওয়া যায়। কিন্তু সেগুলি কিনতে গেলে বিজ্ঞাপনের খরচা ধরে মানুষকে অর্থ নেওয়া হয়।

কিন্তু এখানে বিভিন্ন জেলা থেকে বহু মহিলা এসেছেন এবং তারা হাতের তৈরি জিনিস, যেমন মেয়েদের গহনা, শীতের পোশাক, কাঠের তৈরি ফার্নিচার এবং আরও অনেক কিছু বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং কম পরিমাণে কেমিক্যাল ব্যবহার করে তারা এই জিনিস গুলি তৈরি করছে । সে ক্ষেত্রে এটির মধ্যে একটা প্রাকৃতিক ব্যাপার থেকে যায়। দোকান থেকে যে জিনিস গুলো কেন হয় তার তুলনায় এদের তৈরি জিনিস অনেক দাম কম। এছাড়াও সকলে বড় ব্যবসা করতে পারেন না। কিন্তু তারা ছোট ছোট ব্যবসার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরছেন তাদের শিল্পী সত্তাকে।