অবতক খবর :: শিলিগুড়ি ::     গতকাল স্বপ্না বর্মনের বাড়ি থেকে উদ্ধার হয় চোরাই এবং বে আইনি শালকাঠ। জলপাইগুড়ির গোমসত পাড়ার বাসিন্দা স্বপ্না বর্মন নিজে বাড়ি বানাচ্ছেন। সেখানেই চেরাই হচ্ছিলো কাঠ। খবর পেয়ে বেলাকোপার রেঞ্জার সঞ্জয় দত্ত সেখানে অভিযান চালান।তার বাড়ি থেকে সিজ করা হয় প্রায় একশোটির কাছাকাছি শালকাঠের গুড়ি।

বনদপ্তরের পক্ষ থেকে এই সোনাজয়ী অ্যাথেলিটকে নোটিশ দিয়েছে আগামী তিরিশ দিনের মধ্যে। এই ব্যাপারে বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় জানান কোন ভিআইপি যদি এই বেআইনি কাঠ কেনার সাথে যুক্ত থাকেন তাকেও রেয়াত করা হবে না। তিরিশ দিনের মধ্যে যদি স্বপ্না বর্মন সন্তোষজনক উত্তর না দেন তার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হবে। বেলা একটার সময় ওই সোনাজয়ী অ্যাথেলিটের বাড়ি বনকর্মীরা পৌছলে সেই সময় বাড়িতে ছিলেন তার বাবা, মা এবং দাদা।

বনাধিকারীকরা জানান স্বপ্না বর্মন একজন প্রতিষ্ঠিত শিল্পী তার কাছ থেকে এটা আশাই করা যায় না। পরে স্বপ্না বর্মন ভেঙে পড়েন এবং তিনি জানান তিনি বনদপ্তরের আধিকারিকদের সাথে কথা বলবেন।