অবতক খবর,৩০ নভেম্বরঃ সোদপুরে চলন্ত লরিতে ডাকাতির চেষ্টা,বাধা দিতে গেলে লরি চালককে মারধর,এলাকায় ব্যাপক উত্তেজনা,দুষ্কৃতীকে ধরে গণপ্রহার,ঘটনাস্থলে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী।

সোদপুর পেট্রোল পাম্প থেকে তেল ভরে লরিটি বেলঘড়িয়ার দিকে যাচ্ছিল বিটি রোড ধরে, লরির মধ্যে অনেক মূল্যবান জিনিস ছিল,সেই সময় দুজন দুষ্কৃতী লরির উপরে ওঠে ডাকাতির উদ্দেশ্যে,লরি চালক বুঝতে পেরে সোদপুর ধানকল মোড়ে লরি থামিয়ে বাধা দিতে যায়,সেই সময় এক দুষ্কৃতি লরিচালক কে ব্যাপক মারধর করে,লরি চালক চিৎকার করাতে এলাকার স্থানীয় বাসিন্দারা ছুটে আসে,স্থানীয় বাসিন্দারা সেই দুষ্কৃতিকে ধরতে গেলে একজন দুষ্কৃতি পালিয়ে যায় আর অপর দুষ্কৃতী স্থানীয় বাসিন্দাদের ওপর চড়াও হয়,ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় সোদপুর বিটি রোড সংলগ্ন ধানকল মোড়ে,দুজন দুষ্কৃতির মধ্যে একজন দুষ্কৃতী ধরা পড়ে যায়,তাকে ব্যাপক গণপ্রহার করে স্থানীয় বাসিন্দারা,খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী,ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতিকে আটক করে খড়দহ থানায় নিয়ে যায় পুলিশ, বিটি রোডের মতো জায়গায় চলন্ত লরিতে দুষ্কৃতী তাণ্ডবে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।