অবতক খবর :: নদীয়া ::   জগন্নাথ দেবের স্নানযাত্রা, তার ঠিক ১৫ দিন বাদে সোজা রথ, এবং তারও সাত দিন বাদে উল্টোরথ সাধারণ মানুষের কাছে তিন দিন আনন্দের হলেও যে বাড়িতে জগন্নাথ বলরাম সুভদ্রা থাকে তাদের উৎসব চলে ২২ দিন ধরেই। নদীয়ার শান্তিপুরের সেই বিখ্যাত জগন্নাথ পূজারীর বাড়িতে একেবারে হাড়ির খবর নিতে পৌঁছে গিয়েছিলো আমাদের সংবাদদাতা।

পূজারী ধ্রুবনারায়ন গোস্বামীর শ্রী গীতা রানী গোস্বামী এবং দুই কন্যা রাধিকা এবং অনুরাধা। মায়ের মত অনুরাধা কীর্তন শিল্পী, রাধিকা স্বনামধন্য ভাগবত পাঠিকা। নারায়ন গোস্বামী চার বছর আগে বাড়ি তৈরীর সময় বাড়ির দেওয়ালে অসাধারন শিল্পকর্ম করেছিলেন জগন্নাথ বলরাম সুভদ্রা নানা ঘটনাবলী নিয়ে।

স্ত্রী গীতা রানী দেবী সুমধুর কীর্তন শিল্পী হলেও আজ ২২ দিন যাবত ৫৬ রকম পদ চরাচ্ছেন জগন্নাথ দেবকে। তার ভাষায় জগা অর্থাৎ জগন্নাথ দেব। দেশি খাদ্য পছন্দ করেন যার মধ্যে অড়হের ডাল কচু শাক, পাট পাতার বড়া, হেলেঞ্চা শাক এই ধরনের সাধারণ খাবার, তবে আলু বর্জিত কারণ আলু আমাদের দেশীয় চাষ ছিলোনা তৎকালীন সময়ে।