অবতক খবর,৩০ জুনঃ টেক সাপোর্টের নাম করে বিদেশি নাগরিকদের প্রতারণা। সেক্টর ফাইভের ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ১০জনকে গ্রেফতার করলো সি আই ডি। এরগো টাওয়ারের ১৩তলায় একটি ভুয়ো কল সেন্টার চালু করে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে যোগাযোগ করতো এরা।

নিজেদের মাইক্রোসফ্ট সংস্থার কর্মী হিসাবে পরিচয় দিয়ে টেক সাপোর্টের নাম করে বিদেশি মুদ্রায় টাকা হাতিয়ে নিত এই চক্র। সূত্র মারফত খবর পেয়ে গতকাল রাতে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার সহযোগিতায় স্পাইকার নামের ওই সংস্থার অফিসে হানা দেয় সি আই ডি।

সেখান থেকে ১০জনকে গ্রেফতার করে তারা। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে। তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে সি আই ডি সূত্রে খবর। এই সংস্থার কর্ণধার সোমনাথ সাহার খোজে তল্লাশি চালাচ্ছে সি আই ডি।