সেই লোকটা গাইলো গান / তমাল সাহা

এই মানুষটা জন্ম মৃত্যু একই তারিখে। জন্ম মৃত্যু দোঁহে একাহনে। তিনিৎজন্মেছিলেনৎ১৭ অক্টোবর ১৭৭৪ মৃত্যু ১৭ অক্টোবর, ১৮৯০।
তিনি কি ছিলেন গায়ক, কথাকার, সুরকার, বাউল, ফকির, সমাজবিজ্ঞানী, দার্শনিক– তা আমি জানিনা। তার গানের মধ্য দিয়ে আমি তাকে দেখি তার বিচিত্র জীবন। গবেষকরা বলেন, তিনি দু হাজারেরও বেশি গাল লিখে গিয়েছেন।
মানুষটি হলেন লালন সাঁই, লালন ফকির, লালন শাহ, মহাত্মা লালন

সেই লোকটা গাইলো গান
তমাল সাহা

সেই লোকটা আইলো গেলো
ভবের হাটে দিন কাটাইলো
মানুষ মানুষ কইরা মরলো!

সেই লোকটা ফকির মনে–
আমি আমি করিস ক্যানে
তুই মুই তো একই মানুষ এই ভুবনে!

তোর দেহ মোর দেহ হইলো তৈরি
একই জল একই আগুনে।
তুই মুই চইলা গ্যালে
বাতাস ভারী কার কান্দনে!

তোর চিতা মোর গোর
সে তো রে বাপ একই মাপ।
তোর লিগা মাচা লাগে
মোর লিগা কফিন লাগে
এই মোকামে পড়লে ঝাঁপ!