অবতক খবর,২৪ অক্টোবর: গত শুক্রবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন মুকুল পুত্র ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়। শুক্রবার হঠাৎ তার শারীরিক অবস্থা খারাপ হয়। প্রেসার হঠাৎ করে নেমে যায়। ফলে মাথা ও শরীর গোলাতে শুরু করে এবং বমিও হয়। প্রায় অচৈতন্য হয়ে পড়েন তিনি। তাকে তাড়াহুড়ো করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পড়ে তাঁকে কলকাতা অ্যাপোলোতে ভর্তি করা হয়। সেদিন থেকে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

তাঁর স্ত্রী ও তাঁর বাবা মুকুল রায় ছাড়া অন্য কোন ব্যক্তিদের হাসপাতালে তেমন ভাবে দেখা সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। তাঁর অনুগামীরা হতাশ হয়ে পড়েন। তবে তাঁর ছায়াসঙ্গীর সাথে কথা বলে জানা যায় যে, তিনি এখন আগের থেকে অনেকটা সুস্থ রয়েছেন। তাঁর সুস্থতা কামনা করেছেন।

অবতক-এর সম্পাদক বিনয় ভরদ্বাজ তিনি জানান যে, মিথ্যা কিছু খবর ছড়িয়ে তাকে মানুষের মন থেকে মুছে ফেলার  চক্রান্ত চালাচ্ছেন কিছু মানুষ। তবে তাঁর অবকাশ নেই। তিনি আগে থেকে অনেকটাই সুস্থ।  অবতক পরিবারের পক্ষ থেকেও তাঁর দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফেরার কামনা জানিয়েছেন বিনয় ভরদ্বাজ।