অবতক খবর,১৫ এপ্রিলঃ সুরের ছন্দে নতুন বছরকে স্বাগত জানানো হল দমদমে। রাজ্যের শিক্ষা মন্ত্রীর ব্রাত্য বসুর উপস্থিতিতে দমদমের তানোর কলোনি মকরন্দ অনুষ্ঠানগৃহে স্বনামধন্য শিল্পীরা শুক্রবার রাতে নতুন বাংলা বছর ১৪৩০ কে স্বাগত জানালেন বিভিন্ন ধরনের বাংলা গানের মধ্য দিয়ে। অনুষ্ঠানের নাম ছিল সুরের ছন্দে বৈঠকি আড্ডা।

এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যমণি ব্রাত্য বসু বলেন, “বিশ্বায়নের সঙ্গে ইংরেজি ক্যালেন্ডারের নববর্ষের আড়ালে কোথাও যেন বাংলা নতুন বছর হারিয়ে যেতে বসেছিল। আমরা বাঙালির অস্মিতাকে ফিরিয়ে আনতে চাই। এটাই মুখ্যমন্ত্রীর ভাবনা। আমরা ইংরেজি নতুন বছর পালন করব ঠিক আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের নিজের বাংলা নতুন বছরকেও একইভাবে আমাদের কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখার জন্য পালন করব”। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজক দক্ষিণ দমদম পৌরসভার কাউন্সিলর দেবাশীষ বন্দ্যোপাধ্যায়, রাজু সেন শর্মা, গোপা পান্ডে প্রমূখ।