অবতক খবর,২০ অক্টোবর: পুজোর মরশুমে ১২ দিনে মদ বিক্রি হলো ৭০০ কোটি টাকার। ম-এ মা,ম-এ মদ। মায়ের সঙ্গে মদের যে কত গুরুত্ব তা এই শারদ মরশুমে প্রমাণিত হলো।

মা এলে নিশ্চিত রাজ্যের লাভ। মদ বিক্রিতে কোটি কোটি টাকা সরকারের রাজস্ব আদায় হয়। রিপোর্ট বলছে দেশী মদ বিক্রি হয়েছে ১ কোটি ৪৬ লক্ষ লিটার। বিলিতি মদ ৩৭ লক্ষ ৯৭ হাজার লিটার। বিয়ার বিক্রি হয়েছে ৪৩ লক্ষ ১৪ হাজার লিটার। সম্প্রতি এই করোনাকালে পশ্চিমবঙ্গ রাজ্য রেকর্ড করেছে মদ বিক্রিতে। এই হিসাবটি দেওয়া হয়েছে ১-১২ই অক্টোবর পর্যন্ত। ‌

পুজোর মরশুমে রেস্তোরাঁ,পানশালা ১০-২০ অক্টোবর পর্যন্ত অনুমতি সাপেক্ষে গভীর রাত পর্যন্ত খোলা থাকবে এটি নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। দূর্গা পুজোয় দুর্গার সঙ্গে তাঁর কন্যা মা লক্ষ্মী আসে। সুতরাং লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারও লক্ষ্মী লাভ করেছে। লক্ষ্মী পুজোর সওদা করতে গিয়ে মানুষের মাথায় হাত পড়লেও সরকারের খুবই লাভ হয়েছে। ‌সুতরাং মদ এবং মাতৃপূজা একাকার হয়ে গেছে। মাতৃপূজা সঙ্গে যে রাজ্যের মদাসক্ত মানুষের সম্পর্ক রয়েছে এতে যে কোটি কোটি মুদ্রা আসে এটা নিশ্চিত হয়ে পড়েছে এ বছরের শারদ উৎসব।

বাংলা বর্ণমালার ম- বর্ণটি খুব প্রাধান্য পাচ্ছে এই রাজত্বকালে– মা মাটি মানুষ মদ মুদ্রা!!